সোয়েব সাঈদ, রামু।
রামুতে অর্ন্ধ্বু ১৮ ফুটবল প্রশিক্ষন কোর্স উদ্বোধন করা হয়েছে। রবিবার ২৭ মার্চ বিকালে রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের আয়োজনে ১০ দিনব্যাপী এ ফুটবল প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করেন, সাবেক কৃতি ফুটবলার রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুবীর বড়ুয়া বুলু।
ফুটবল প্রশিক্ষণ কোর্স উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সত্তর-আশি দশকের কক্সবাজার জেলার সাড়া জাগানো ফুটবলার রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ, সাধারণ সম্পাদক পলক বড়ুয়া আপ্পু, রামু ব্রাদার্স ইউনিয়নের সভাপতি মো. নবু আলম, কক্সবাজার জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও অর্ন্ধ্বু ১৮ ফুটবল প্রশিক্ষন কোর্সের প্রশিক্ষক জ্যোতিঃর্ম্ময় বড়ুয়া মঙ্গল, সাবেক ফুটবলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের নির্বাহী সদস্য রিটু বড়ুয়া প্রমুখ।
রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অর্ন্ধ্বু ১৮ ফুটবল প্রশিক্ষন কোর্সের উদ্বোধকের বক্তব্য সুবীর বড়ুয়া বুলু বলেন, পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় খেলা হচ্ছে ফুটবল। রামুতে ফুটবলের একটি প্রাচীন ক্রীড়া-ঐতিহ্য রয়েছে। রামুর প্রয়াত অনেক ফুটবলার এখনো কক্সবাজার জেলায় কিংবদন্তি হয়ে আছেন। রামুতে ফুটবলের ইতিহাস-ঐতিহ্যের ধারাবাহিকতা রক্ষায় কাজ করছে এ অঞ্চলের সাবেক ফুটবলারদের সংগঠন ‘রামু সোনালী অতীত ফুটবল ক্লাব’। জেলার ফুটবল ইতিহাসকে সমৃদ্ধ করতে ফুটবলের এ সংগঠন আয়োজন করেছে অর্ন্ধ্বু ১৮ ফুটবল প্রশিক্ষন কোর্স।
প্রশিক্ষণার্থী খুদে ফুটলার উদ্দেশ্যে তিনি বলেন, ফুটবল খেলা চর্চার মাধ্যমে সমৃদ্ধ হয়। প্রশিক্ষনে সময়, নিষ্ঠা ও শ্রদ্ধা থাকতে হবে। নিয়মিত চর্চা ও অনুধাবনের মাধ্যমে ফুটবল প্রশিক্ষণ কোর্স থেকে তোমরা সাফল্য অর্জন করতে পারবে।
জেলার ফুটবল ইতিহাসের কিংবদন্তি ফুটবল ডিফেন্স খেলোয়াড় রামু সোনালী অতীত ফুটবল ক্লাবের সভাপতি ছিদ্দিক আহমদ বলেন, ক্রীড়া জাতীয় সমৃদ্ধির পরিচায়ক। জনপ্রিয় খেলা ফুটবলের মাধ্যমে যেভাবে সমৃদ্ধি অর্জন করা যায় আর কোন খেলার মাধ্যমে হয় না। সুন্দর পরিবেশ ও অনুশীলনের মাধ্যমে ভালো ফুটবল খেলোয়াড় হিসেবে নিজেকে গড়ে তোলা যায়। সাবেক ফুটবলারদের সংগঠন রামু সোনালী অতীত ফুটবল ক্লাব এ অঞ্চলের ফুটবল ইতিহাস-ঐতিহ্য রক্ষায় কাজ করছে।