শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়ার উপকূল তীরবর্তী জালিয়াপালং ইউনিয়নের ছোয়াংখালী গ্রামের ভাসমান রোহিঙ্গা বস্তিতে ত্রান সামগ্রী বিতরণের সময় গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ ৩ জনকে আটক করেছে। সোমবার সকাল সাড়ে ৮ টার দিকে অবৈধ রোহিঙ্গা বস্তিতে ত্রান সামগ্রী বিতরণের সময় তাদেরকে আটক করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এলাকার সচেতন লোকজনের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এর পরপরই ঘটনাস্থলে অভিযান চালিয়ে মিয়ানমার ভাষায় লিখিত ২ বস্তা বই, ৩০ বস্তা চাল, ৩০ বস্তা ডাল, ৩০ বস্তা চিড়া, ৩শ কেজি আলো, ১৫০ কেজি লবন, ৬০ লিটার তেল ও ৫ বস্তা কম্বল উদ্ধার করে।
ত্রান গুলো সাগর পথে মানবপাচারের বিপুল পরিমাণ লোকজনের জন্য খাবার গুলো সংরক্ষণ বা মজুদ করে আসছিল বলে নির্ভরযোগ্য একটি সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
তাছাড়া অবৈধ রোহিঙ্গা বস্তিতে ত্রান বিতরনে জড়িত থাকার দায়ে ঢাকা জেলার নবীন অধিকারীর ছেলে বিশপ দিলিপ অধিকারী, বিমল মন্ডলের ছেলে বিকাশ মন্ডল ও বান্ডু দাসের ছেলে শংকর দাসকে পুলিশ আটক করে ফাঁড়িতে নিয়ে আসেন। এ সময় আটককৃতরা পুলিশের জিজ্ঞাসাবাদে নানা প্রকার গুরুত্বপূর্ণ তথ্যও পুলিশের নিকট ফাঁস করেন। তারা সবাই ঢাকা জেলার নতুন বাজার এলাকার ভাঠারা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
ইনানী পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ইকরাম হোসেন ঘটনার সত্যতা স্বীকার করলেও থানার ওসি মোঃ হাবিবুর রহমান রহস্যজনক কারণে এ বিষয়ে সাংবাদিকদের মুখ খুলতে রাজি হননি।
এ রিপোর্ট লেখাকালীন সময় পর্যন্ত আটককৃত ৩ যুবককে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল মোটা অংকের টাকায় থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জোর চেষ্টা চালাচ্ছে বলে জানা গেছে।