রামু প্রতিনিধিঃ
রামু উপজেলার কাউয়ারখোপ মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার ২৭ মার্চ বিকাল তিনটায় মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য আবদুল খালেক এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রকল্প সমন্বয়কারি জনার্দন কর্মকার সুমন।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা সহকারি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবলু দাশ, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, ডাকভাঙ্গা বাংলাদেশ এর প্রশাসনিক কর্মকর্তা মোঃ রোকনোজ্জামান খান, কাউয়ারখোপ ইউনিয়ন নিকাহ ও তালাক রেজিস্ট্রার সাংবাদিক আবদুল্লাহ আলম মামুন, দৈনিক কক্সবাজার এর স্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ প্রমূখ।
অনুষ্ঠানে কাউয়ারখোপ মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম ও সলিম উল্লাহ, সহকারী শিক্ষক রাবিয়া বেগম, সিরাজুল ইসলাম, শিউলী রানী দে, জুরমী বড়ুয়া, উম্মে সালমা, মার্জিয়া বেগম, ফাতেমা বেগম, আবদুল হামিদ, আরেফা আকতার রিমা, সেলিনা আকতার, আলমগীর হোসেন, ছালেহা আক্তার সহ অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সর্বস্তুরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে রামু উপজেলা নির্বাহী অফিসার সেলিনা কাজী বলেন, ডাকভাঙ্গা বাংলাদেশ রামুর অবহেলিত পাহাড়ি জনপদে বিদ্যালয় প্রতিষ্ঠা করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার পথ সুগম করেছে। এ উদ্যোগ প্রশংসার দাবি রাখে। এ বিদ্যালয় দুটিকে এগিয়ে নিয়ে এলাকার সব মানুষকেও ভূমিকা রাখতে হবে। তিনি বাল্য বিয়ে, মাদক ও অপরাধ কর্মকান্ড প্রতিরোধে সকলকে ভূমিকা রাখার আহবান জানান।
পরে অতিথিবৃন্দ মৈষকুম ওসমান সরওয়ার প্রাথমিক বিদ্যালয় ও ডাকভাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।