সোয়েব সাঈদ, রামু।
রামুতে এসএসসি ২০১৬ ব্যাচের সংগঠন ‘দিগ্বীজয়ী’ ১৬ এর উদ্যোগে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে তিনটি বিভাগে প্রাথমিক ও মাধ্যমিক প্রতিষ্ঠানের ২১ জন ছাত্রছাত্রী বৃত্তি লাভ করেছে।
বৃত্তিপ্রাপ্তরা হলো, ক বিভাগে ট্যালেন্টপুলে রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রয়াস বড়ুয়া, সাধারণ গ্রেডে মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আসিফ শাওয়াল সিদ্দিকি, এভারেস্ট টিচিং ইন্সটিটিউট এর জুনাইদুল আরেফীন, পাবলিক স্কুলের নজরুল ইসলাম সাকিব, রামু বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুচিতা বড়ুয়া, এভারেস্ট টিচিং ইন্সটিটিউট এর মো. সালাউদ্দিন ও ট্যালেন্ট স্কুলের তাসপিয়া মোমতাহিনা মিম।
খ বিভাগে ট্যালেন্টপুলে বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের ফুয়াদ আল মাহদী মাহী ও রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সুমাইয়া সুলতানা রিপা, সাধারণ গ্রেডে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের অর্পণ পাল, মো. মহিউদ্দিন, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের মো, সাবিদ হোছাইন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের মোস্তফা আল হোসাইন ও বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের স্বরজিত বড়ুয়া।
গ বিভাগে সাধারণ গ্রেডে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের কিশোর শর্মা, মো. সরওয়ার বিন আহমদ, তুষার শর্মা, নাভিদ উল হাসান, রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের অর্পিতা শর্মা সুরেখা, ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের ফারহানা সেলিম সামিয়া ও রামু বালিকা উচ্চ বিদ্যালয়ের অন্বেষা বড়ুয়া।
রবিবার ২৭ মার্চ রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত এ পরীক্ষায় রামুর বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি হতে দশম শ্রেণিতে অধ্যয়নরত ৫৩২ জন ছাত্রছাত্রী অংশ নেয়। পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পেয়ে সেরাদের সেরা নির্বাচিত হয়েছে রামু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রয়াস বড়ুয়া।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন, রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, পরিচালনা কমিটির সদস্য তপন মল্লিক, রামু কলেজের শিক্ষক কন্ঠশিল্পী মানসী বড়ুয়া, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের সুনীল কুমার শর্মা, রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আঙ্গুর বালা দাস, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এনামুল হক, নাজনীন আকতার, আমেনা আকতার, জসীম উদ্দিন, জেলা ছাত্রলীগের সদস্য হোসাইন মোহাম্মদ রিফাত, অনিক বড়ুয়া, মিঠুন চন্দ্র নাথ প্রমূখ।
পরীক্ষা আয়োজক কমিটির সচিব ছিলেন, ‘দিগ্বীজয়ী’ ১৬ এর সভাপতি চৌধুরী পাভেল শর্মা নয়ন, সহ-সচিব ছিলেন, ‘দিগ্বীজয়ী’ ১৬ এর সাধারণ সম্পাদক মিশকাত আল আমিন শুভ, পরীক্ষা নিয়ন্ত্রক ছিলেন, সংগঠনের সাংস্কৃতিক সম্পাদক অর্পিতা পাল।
পরীক্ষক ও হল পরিচালনায় ছিলেন, সংগঠনের সদস্য বিপ্লব, মৌমিতা, হিমু, পার্থ, লিজা, আদিল, আঁখি, জয়ন্ত, মিমি, মোরশেদ, আকাশ, সাখি, রাজিব, তৌফিক, মুন, প্রয়াস বড়ুয়া, মিমহা, সুমাইয়া, অংকন, নোভা, সাগর, মুমু, দিনা, ইশা প্রমূখ।
‘দিগ্বীজয়ী’ ১৬ এর সাধারণ সম্পাদক মিশকাত আল আমিন শুভ বলেন, এ মেধা বৃত্তি পরীক্ষা আয়োজনের মাধ্যমে এসএসসি ২০১৬ ব্যাচের সংগঠন ‘দিগ্বীজয়ী’ ১৬ এর যাত্রা শুরু হলো। সবার দোয়া, পরামর্শ ও সহযোগিতা পেলে সংগঠনটি এধরনের পরীক্ষা আয়োজনের পাশাপাশি সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডে উদ্যোগী হবে।
সংগঠনের সভাপতি চৌধুরী পাভেল শর্মা নয়ন বলেন, সংগঠনের সকল সদস্যদের আন্তরিকতা ও পরিশ্রমের কারণে সফলভাবে এ পরীক্ষা আয়োজন সম্ভব হয়েছে।