আমাদের রামু রিপোর্টঃ
মোঃ ইউছুপ মজুমদার (এমএ) আমাদের রামু ডটকমের পার্বত্য চট্টগ্রামের বান্দরবান জেলার জেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন।
মোঃ ইউছুপ মজুমদারের পিতার নাম মোঃ আলী আকবর এবং মাতার নাম আনোয়ারা বেগম। তিনি লামা উপজেলার বাসিন্দা।
মোঃ ইউছুপ মজুমদার বর্তমানে লামা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতির দায়িত্ব পালন করছেন।
আমাদের রামু ডটকম সম্পাদক প্রজ্ঞানন্দ ভিক্ষু বলেন, পার্বত্য চট্টগ্রামের মত একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের সব খবরাখবর নিয়মিতভাবে পাঠকদের জানাতে আমাদের রামু ডটকম আন্তরিক চেষ্টা চালিয়ে যাচ্ছে। মোঃ ইউছুপ মজুমদার সাংবাদিকতা পেশায় অভিজ্ঞ তাতে সন্দেহ নেই। আমি আশা করি, তিনি আমাদের রামু ডটকমের একজন সারথি হিসেবে তার দায়িত্বের সর্বোচ্চ জায়গা থেকে চেষ্টা করে যাবেন। আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।