প্রজ্ঞানন্দ ভিক্ষু, উখিয়া থেকে ফিরে।
কক্সবাজার জেলার উখিয়া উপজেলার পাতাবাড়ি গ্রামের বৌদ্ধ সমাজনেতা এবং উখিয়া কেন্দ্রীয় আনন্দভবন বৌদ্ধ বিহারের সাবেক সভাপতি, সমাজ সেবক বৈকুণ্ঠ বড়ুয়ার অন্ত্যোষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে।
১ এপ্রিল শুক্রবার দুপুর ২ টায় পাতাবাড়ি আনন্দভবন বৌদ্ধ বিহার প্রাঙ্গনে অনুষ্ঠিত অনিত্য সভা পরবর্তী স্থানীয় শশ্মানে তাঁর মৃতদেহ সৎকার করা হয়।
ভারতের বোম্বে অজন্তা বৌদ্ধ বিহারাধ্যক্ষ ভদন্ত ধর্মরত্ন মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্ম দেশনা দান করেন ভদন্ত বজিরানন্দ মহাথের, ঢাকা মেরুলবাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারাধ্যক্ষ ভদন্ত সুনন্দপ্রিয় মহাথের, শৈলরঢেবা চন্দ্রোদয় বিহারাধ্যক্ষ ভদন্ত কুশলায়ন মহাথের, রামু কেন্দ্রীয় সীমা বিহারের ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রমূখ।
আনন্দভবন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি থের’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, অরিষ্ট বড়ুয়া, শিক্ষক পুলিন বড়ুয়া, প্লাবন বড়ুয়া, অমৃত বড়ুয়া এবং রূপন বড়ুয়া প্রমূখ।
সভায় বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের মরদেহে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
উল্লেখ্য, বৈকুণ্ঠ বড়ুয়া ৩১ মার্চ ২০১৬ ইং, রোজ বৃহস্পতিবার সকাল ৭ টা ৩০ মিনিটে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়ে ছিল ৯৪ বছর। মৃত্যুকালে তিনি সাত ছেলে, তিন মেয়ে সহ অসংখ্য নাতি-নাতনি, গুণগ্রাহী এবং আত্মীয় স্বজন রেখে যান।