সোয়েব সাঈদ, রামু।
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে তৃণমূল নেতৃবৃন্দের ভোটে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচিত হয়েছেন কামাল সামশুদ্দিন আহমদ প্রিন্স।
মঙ্গলবার ২৯ মার্চ বিকাল পাঁচটায় জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের বর্ধিত সভায় এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচনে অপর প্রার্থী ছিলেন, হাবীবুর রহমান।
ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি কামাল বোরহান উদ্দিন আহমদ শাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি সোহেল সরওয়ার কাজল।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, সহ সভাপতি হানিফ বিন নজির, নুর হোসেন মেম্বার, নুরুল ইসলাম বকুল, মৃনাল বড়ুয়া, যুগ্ন সম্পাদক সুজন শর্মা, সাংগঠনিক সম্পাদক ইউনুচ রানা, নুরুল হক চৌধুরী ও অর্থ সম্পাদক নুরুল ইসলাম সেলিম।
জোয়ারিয়ানালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হোসাইন সিকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জোয়ারিয়ানালা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ডা. আবদুর নুর বুলবুল, কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ইকবালুর রশিদ আমিন সোহেল, প্রবীন আওয়ামীলীগ নেতা মনিরুল ইসলাম চৌধুরী, জেলা কৃষকলীগ সভাপতি আলহাজ্ব রশীদ আহমদ, ডা. শফিউল ইসলাম টুনু, এডভোকেট রেজাউল করিম কাজল প্রমূখ।
বর্ধিত সভায় ২ জন প্রার্থীর মধ্যে কামাল সামশুদ্দিন আহমদ প্রিন্স বিপুল ভোটে জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ প্রার্থী নির্বাচিত হন। পরে তাকে রামু উপজেলা আওয়ামীলীগ এর পক্ষ থেকে জোয়ারিয়ানালা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঘোষনা করা হয়।
উল্লেখ্য, কামাল সামশুদ্দিন আহমদ প্রিন্স জোয়ারিয়ানালা ইউনিয়নের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহন করেন। তাঁর পিতা মরহুম আহমদ কামাল চৌধুরী বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের প্রথম চেয়ারম্যান নির্বাচিত হন। তাঁর জ্যাঠা মরহুম আফছার কামাল চৌধুরী কক্সবাজার জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।