হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের দক্ষিণ বিছামারা এলাকার প্রধান সড়কে বেপরোয়া গতিতে আসা একটি মোটর সাইকেলের ধাক্কায় প্রাণ হারিয়েছে জিনথোয়াই চাক (৭০) নামের এক বৃদ্ধ।
নিহত জিনথোয়াই চাক ওই গ্রামের প্রয়াত মংচাও চাকের ছেলে।
শনিবার ২ এপ্রিল রাত সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করার সময় বৃদ্ধটি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
স্থানীয় সূত্র জানায়, এর আগে সন্ধ্যা ৭টায় অপরিচিত এক যুবক মোটর সাইকেলের মাধ্যমে ধাক্কা দিলে জিনথোয়াই চাক আহত হন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু তবুও শেষ রক্ষা হয়নি।
এদিকে ঘটনার পর পর মোটর সাইকেল রেখে চালক পালিয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের রামু কে বলেন, ঘটানাস্থলে অভিযান চালিয়ে একটি নম্বর বিহীন মোটর সাইকেল জব্দ করা হয়েছে।