হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেছেন, মরণ নেশা ইয়াবার কারণে পর্যটন শহর কক্সবাজার জেলার মান সম্মান ধ্বংস হয়ে যাচ্ছে।
তিনি বলেন, অপরাধ প্রতিরোধের জন্য আইন এটা যেমন সত্য, তেমনি সত্য সব অপরাধ শুধু দেশের প্রচলিত আইন দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়। যেকোন অপরাধের মূলে আছে আমাদের সামাজিক মূল্যবোধের অবক্ষয়। যার প্রধান শিকার আমাদের শিক্ষার্থী ও যুবসমাজ।
মাদক নামের এই ভায়াবহ দানব দিনের পর দিন রক্তের সঙ্গে মিশে এলাকার স্বপ্নশীল তরুণদের অন্ধকারে নিয়ে যাচ্ছে। যা নিয়ে শুধু সরকার নয়, সর্বস্তরের মানুষ যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে আতঙ্কে আছেন।
বুধবার ৬ এপ্রিল দুপুরে রামুর কচ্ছপিয়া ইউনিয়নের গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসা মিলনায়তনে ‘মাদক, ইভটিজিং, অপহরণ, নারী নির্যাতনসহ অপরাধ মূলক কার্যক্রম বন্ধকরণ’ ক্যাম্পেইনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরও বলেন, ছাত্রীদের যদি কেউ উত্যক্ত করে তাহলে পুলিশ তাৎক্ষনিক ব্যবস্থা নেবে। এ জন্য স্কুল, মাদ্রাসা ও কলেজের ছাত্রীদের পুলিশের ফোন নম্বর এবং অভিযোগ করার জন্য ফরম দেয়া হচ্ছে।
জাগো নারী উন্নয়ন সংস্থার সহযোগিতায় ও রামু থানার উদ্যোগে আয়োজিত ওই ক্যাম্পেইনে সভাপতিত্ব করেন গর্জনিয়া ফয়জুল উলুম ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আয়ুব। জাগো নারী উন্নয়ন সংস্থার পোগ্রাম কো-অর্ডিনেটর সুব্রত বড়ুয়ার পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক অর্পন বড়ুয়া।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউএনএফপিএর প্রতিনিধি সুমন চাকমা, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক ও সাংবাদিক মাইনুদ্দিন খালেদ।
বক্তারা মাদক, ইভটিজিং, অপহরণ, নারী নির্যাতনসহ অপরাধ মূলক কার্যক্রম বন্ধে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদেরকে স্বোচ্চার হওয়ার আহবান জানান।
ক্যাম্পেইনে বিপুল সংখ্যক শিক্ষক, সাংবাদিক, পুলিশ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।