সোয়েব সাঈদ, রামু।
রামুতে সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট প্রকল্পের আওতায় কৃষক মাঠ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৬ এপ্রিল সকাল ১১ টায় রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের হাইটুপী বুথপাড়ায় আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা কৃষি কর্মকর্তা আবু মাসুদ সিদ্দিকী।
স্থানীয় কৃষক ও সাবেক ইউপি সদস্য গোলাম ছোবহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ইউপি সদস্য কামাল উদ্দিন, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ফিরোজ আলম, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ।
এতে কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন, গোলাম আজম, আওয়ামীলীগ নেতা ছৈয়দ আকবর ও রুমানা আকতার।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহবুব আলম রোবিনা খানম ও এফএফ মুফিদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আকবর হোসেন সিদ্দিকী, এফএফ ইয়াছমিন আকতার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট প্রকল্পের আইপিএম ক্লাবের সদস্য ও স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিবৃন্দ সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেট প্রকল্পের আওতায় আইপিএম ক্লাবের কার্যক্রম পরিদর্শন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা বলেন, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। এজন্য কৃষকদের উন্নয়নে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মানুষের চাহিদার সাথে ফসল উদপাদন বৃদ্ধি করা যেমন জরুরী, তেমনি বিষমুক্ত নিরাপদ ফসল উদপাদনও জরুরী হয়ে পড়েছে। মানুষের মেধা ও সুস্থতা নিশ্চিত করার জন্য বিষমুক্ত নিরাপদ ফসলের বিকল্প নেই। এজন্য ক্ষতিকর কীটনাশক এর পরিবর্তে পরিবেশ বান্ধব কৃষি এবং নিরাপদ খাদ্য উদপাদনের লক্ষ্যে সমন্বিত খামার ব্যবস্থাপনা (আইপিএম) কৌশল সম্পর্কে কৃষকদের সচেতন হতে হবে।