হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
তৃতীয় ধাপে আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ও দোছড়ি ইউপি নির্বাচনে চার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছে।
বুধবার ৬ এপ্রিল মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান।
উপজেলা নির্বাচন কর্মকর্তা উদয় ত্রিপুরা ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের রামু ডটকম কে বলেন, বাইশারীতে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম বাহাদুর ও ৮ নং ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী বেলাল উদ্দিন মনোনয়ন প্রত্যাহার করেছে।
অন্যদিকে দোছড়িতে ১ নং ও ৪ নং ওয়ার্ডের দুজন সাধারণ সদস্য প্রার্থী নির্বাচন থেকে স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন।