রামু প্রতিনিধিঃ
রামু উপজেলার ঐতিহ্যবাহী হাজারীকুল বোধিরত্ন বুদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রের আবাসিক ভদন্ত কুশলবোধি ভিক্ষুর অন্ত্যোষ্টিক্রিয়া শুক্রবার ৮ এপ্রিল দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষ্যে সকালে বুদ্ধ পূজা, ধর্মীয় ও জাতীয় পতাকা উত্তোলন, অষ্ট উপকরণ দান ও মহাসংঘদান, ভিক্ষু সংঘের পিন্ডদান, অতিথি ভোজন, দুুপুরে ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন সভাপতি, রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ, একুশে পদক প্রাপ্ত, উপ-সংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ আলহাজ্ব সায়মুম সরওয়ার কমল।
অনুষ্ঠানে প্রধান ধর্মদেশক হিসেবে ধর্মদেশনা দান করেন পটিয়া কেন্দ্রীয় বৌদ্ধ বিহার ও কমপ্লেক্সের অধ্যক্ষ ড. সংঘপ্রিয় মহাথের।
অনুষ্ঠানে আরো ধর্ম দেশনা দান করেন ভদন্ত ধর্মরত্ন মহাথের, ভদন্ত শীলরত্ন থের, ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রমূখ।

উদ্বোধনী ভাষণ প্রদান করেন প্রয়াত কুশলবোধি ভিক্ষুর আচার্য গুরু, হাজারীকুল বোধিরত্ন বুদ্ধ বিহার ও সত্যপ্রিয় বিদর্শন সাধনা কেন্দ্রের অধ্যক্ষ, উখিয়া পাতাবাড়ি আনন্দভবন বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত প্রজ্ঞাবোধি থের।
বিকালের আলোচনা সভার পূর্বে এক মনোজ্ঞ আলংনৃত্য পরিবেশিত হয়। ঝিলংজা পূর্ব বড়ুয়া পাড়া, সোনাইছড়ি মহিলা ও পুরুষ দল উক্ত আলংনৃত্যে অংশ নেন।
সবশেষে বিকাল সাড়ে পাঁচটার দিকে প্রয়াত কুশলবোধি ভিক্ষুর মরদেহে অগ্নিসংযোগ করা হয়।