শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোস্টের বিজিবি সদস্যরা যাত্রীবাহী গাড়ি তল্লাশী চালিয়ে ৪ হাজার ৮শ ৩১ পিস ইয়াবা সহ ২ পাচারকারীকে আটক করতে সক্ষম হয়েছে।
আটককৃতদের কক্সবাজারের রামু থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি জানিয়েছেন।
জব্দকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৮ লক্ষ টাকা বলে বিজিবি জানিয়েছেন।
১৭ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল ইমরান উল্লাহ সরকার আমাদের রামু ডটকম কে বলেন, ৭ এপ্রিল রাত ৯ টার দিকে টেকনাফ থেকে কক্সবাজার মূখী যাত্রীবাহী স্পেশাল সার্ভিস তল্লাশী চালিয়ে ইয়াবা সহ ২ জনকে আটক করি।
আটককৃতরা কক্সবাজারের রামু উপজেলার পাল পাড়া এলাকার মৃত হৃদয় রঞ্জন ধরের ছেলে ধনরঞ্জন ধর (৪৫) ও ধনরঞ্জনের স্ত্রী রিনা ধর (৪০)।