হাফিজুল ইসলাম চৌধুরী, স্টাফ রিপোর্টার
আমাদের রামু ডটকম :
রামুর কচ্ছপিয়া ইউনিয়নের আল আমিন মার্কেট এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি আবদুল্লাহ কওসারকে (২৫) আটক করেছে পুলিশ।
শনিবার ৯ এপ্রিল বিকেলে তাকে আটক করা হয়। সে ওই গ্রামের আবুল কালাম সওদাগরের ছেলে। গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর সহকারী উপ-পরিদর্শক (এএসআই) পলাশ চন্দ্র সিংহ ও এটিএসআই ইমরান হোসেন অভিযানে নেতৃত্বদেন।
এটিএসআই ইমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের রামু ডটকম কে বলেন, আটককৃত আবদুল্লাহ কাওসার একটি ধর্ষণ মামলায় (জিআর/১৩) ওয়ারেন্টভুক্ত আসামি। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। তাকে আটকের পর পর রামু থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে রোববার সকালে থানা থেকে আদালতে প্রেরণ করা হবে।