শহিদুল ইসলাম, উখিয়া।
কোটবাজারে শাহ মজিদিয়া হোটেলকে অপরিচ্ছন্নতার অভিযোগে ভ্রাম্যমান আদালত ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। হোটেলের সামনে ও পিছনে অপরিস্কার ও পচাঁ-বাশি খাবার বিক্রির দায়ে এ জরিমানা আদায় করা হয় বলে জানা গেছে।
১০ এপ্রিল রোববার বিকালে উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্টেট মোঃ মাঈন উদ্দিন এ জরিমানা করেন।
প্রত্যেক্ষদর্শীর মতে, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন মিন্টু শাহ মজিদিয়া হোটেল মালিক কক্সবাজার-টেকনাফ সড়কের উপর পানি ফেলতে নিষেধ করলে তা অমান্য করে হোটেলের লোকজন। এ অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।
এছাড়া একই দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাঈন উদ্দিন মাদক সেবনের দায়ে অজ্ঞাত এক ব্যক্তিকে ৬ মাসের সাজা প্রদান করে আদালতে পাঠিয়েছেন বলে জানা গেছে।