নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে জুনাইদ নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রবিবার ১০ এপ্রিল উপজেলার উত্তর লেমশীখালী গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর লেমশীখালী গ্রামের আব্দুল্লাহ এর শিশু পুত্র জুনাইদ (৫) খেলার ছলে অজ্ঞাতে হঠাৎ বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে শিশুটিকে ডুবন্ত অবস্থায় পুকুর থেকে তুলে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষনা করেন।