সোয়েব সাঈদ, রামু।
রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ন্যাপ নেতা তৈয়ব উল্লাহ চৌধুরী আওয়ামীলীগে যোগদান করেছেন।
রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজলের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি দলে যোগদান করেন।
রবিবার ১০ এপ্রিল সকাল ১১টায় উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে যোগদান অনুষ্ঠানে গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী অভূতপূর্ব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হচ্ছে। উন্নয়নের এ ধারাবাহিকতাকে এগিয়ে নেয়ার প্রয়াসে তিনি বৃহৎ রাজনৈতিক দল আওয়ামীলীগে যোগ দিয়েছেন।
তিনি আরো বলেন, ভবিষ্যতে তিনি গর্জনিয়া ইউনিয়নকে মডেল ইউনিয়নের রুপান্তরের চেষ্টা চালাবেন। এ ইউনিয়নের অন্যতম সমস্যা গর্জনিয়া সেতু চালুর জন্য তিনি প্রাণপন চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অচিরেই খাল খনন করে এ সেতু আবারো যান চলাচলের উপযোগি করা হবে। গর্জনিয়া হতে উখিয়ারঘোনা পর্যন্ত সড়ক নির্মাণকাজ সম্পন্ন করা হবে। এমনকি ইউনিয়নকে বিদ্যুতায়ন করার জন্য অনেকে আশ্বাস আর ফলক নাটক মঞ্চস্থ করেছে। তিনি এর সফল বাস্তবায়ন করবেন।
অনুষ্ঠানে রামু উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল বলেন, তৈয়ব উল্লাহ চৌধুরী একজন নিবেদিতপ্রাণ জনপ্রতিনিধি ও দক্ষ সংগঠক। তাঁর মতো প্রবীন, দক্ষ রাজনৈতিক ব্যক্তি আওয়ামীলীগে যোগদান করা দলের জন্য সৌভাগ্যের। তৈয়ব উল্লাহ চৌধুরীর নেতৃত্বে আগামীতে রামু পূর্ব সীমান্ত জনপদে উন্নয়নের নব দিগন্তের সূচনা হবে।
যোগদান অনুষ্ঠানে রামু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম মন্ডল, সহ-সভাপতি তপন বড়ুয়া, হানিফ বিন নজির, নুরুল ইসলাম বকুল, যুগ্ন সম্পাদক মৃনাল বড়ুয়া, সজল শর্মা, অর্থ সম্পাদক ও রামু প্রেস ক্লাব সভাপতি নুরুল ইসলাম সেলিম, সাংগঠনিক সম্পাদক মো.ইউনুচ রানা চৌধুরী, ফতেখাঁরকুল ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নুরুল হক চৌধুরী, ফতেখাঁরকুল ইউনিয়ন আওয়মীলীগের সভাপতি ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক আকতারুল আলম, প্যানেল চেয়ারম্যান নুরুল আলম, গর্জনিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. ইউছুফ মেম্বার, সাধারণ সম্পাদক শংকর শর্মা, সংরক্ষিত মহিলা সদস্যা আয়েশা খানম চৌধুরী, রওশন আক্তার ও নুরুচ্ছফা বেগম, ইউপি সদস্য কামাল হোসেন, মো,জুবাইর, আবু তাহের, আতা উল্লাহ, আবু ইউচুপ, উপজেলা যুবলীগ নেতা আবছার কামাল ও মো. নেজাম সহ শতাধিক জনতা উপস্থিত ছিলেন।