রামু প্রতিনিধি।
বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে রামু উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা বড়ুয়া পাড়ার তারুণ্য সাংস্কৃতিক সংঘ ২ দিন ব্যাপি অনুষ্ঠান মালার আয়োজন করেছে।
বৃহষ্পতি ও শনিবার, ১৪ ও ১৫ এপ্রিল অনুষ্ঠিতব্য আয়োজনে বাংলার গ্রামীন খেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ঐতিহাসিক নাটক “সাপুড়ের ছেলে বিজয়” মঞ্চস্থ হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। এতে প্রধান আলোচক থাকবেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম।
তারুণ্য সাংস্কৃতিক সংঘের সাধারণ সম্পাদক ও নাটকের পরিচালক হেমন্দ্র বড়ুয়া বাংলা নববর্ষকে বরণ উপলক্ষে গ্রামীণ জনপদ উখিয়ারঘোনায় দু’দিনের আয়োজনে সকলের উপস্থিতি কামনা করেছেন।