নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
বাংলা নব বর্ষের ১লা বৈশাখে পান্তা-ইলিশের ঐতিহ্য রক্ষা না করলেই নয়। তবে এবার ভিন্নতা চলছে আগে-ভাগেই। ইলিশ ছাড়াই নব বর্ষ উদযাপন কিংবা নববর্ষে অমুকে খাবেন না ইলিশ মাছ ইত্যাদি শোনা যাচ্ছে।
ইলিশের ঐতিহ্য রক্ষা করতে গিয়েও সাগর ঘেরা দ্বীপ কুতুবদিয়ায় জাতীয় মাছ ইলিশ মিলছেনা। কয়েক দিন থেকেই উপজেলার প্রধান দু‘টি বাজার বড়ঘোপ ও ধুরুং বাজারে ইলিশ মাছ উঠছেনা। তাই সখের বশেও পান্তা-ইলিশ মেলাতে পারছেননা পহেলা বৈশাখে। যেমনটি হচ্ছে কুতুবদিয়া থানায়।
ইলিশের বদলে পহেলা বৈশাখে নববর্ষ উদযাপনে ছাগল জবাই হচ্ছে। থানার মেস পরিচালক (নন-পুলিশ ক্যাশিয়ার) বাহার উল্লাহ বুধবার ১৩ এপ্রিল ধুরুং ঘাট এলাকা থেকে একটি ছাগল ক্রয় করেছেন নববর্ষে উৎসব আয়োজনের জন্য।
তিনি বলেন, বাজারে ইলিশ মিলছেনা। তাই নববর্ষে পুলিশ মেসে বিশেষ খাবার হিসেবে রান্নার জন্য ৬ হাজার টাকায় একটি ছাগল কিনেছেন। উপায় নেই-ইলিশের বদলে ছাগল এবার।