শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়ায় ইউপি সদস্যের সহযোগীতায় একটি বাঘের বাচ্ছা উদ্ধার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উদ্ধার হওয়া বাঘের বাচ্ছাকে বন বিভাগের নিকট হস্তান্তর করেছেন বলে উখিয়া থানার ওসি হাবিবুর রহমান আমাদের রামু ডটকমকে জানিয়েছেন।
রাজাপালং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মীর সাহেদুল ইসলাম চৌধুরী রোমান আমাদের রামু ডটকমকে বলেন, সম্প্রতি পশ্চিম ডিগলিয়া এলাকার জনৈক জহির আহাম্মদ গভীর জঙ্গলে কাঠ কাটতে গেলে তথায় একটি বাঘের বাচ্ছা পায়। সে এলাকায় এসে আমার জিম্মায় দেয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে আমি ও ফরিদুল আলম মিলে উখিয়া থানায় নিয়ে আসি।