নিজস্ব প্রতিনিধি,কুতুবদিয়া।
কুতুবদিয়ায় নির্বাহী অফিসারের নির্দেশে একটি বাল্য বিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। শুক্রবার ১৫ এপ্রিল উপজেলার উত্তর কৈয়ারবিল তৈজ্যার পাড়া গ্রামে আব্দুল কাদের‘র বাড়িতে বাল্য বিয়েটি হচ্ছিল।
থানা সূত্র জানায়, মধ্যম কৈয়ারবিল ইসমাইল হাজীরর পাড়ার বদিউল আলমের পুত্র মো.জাফর আলমের সাথে উত্তর কৈয়ারবিলের তৈজ্যার পাড়া গ্রামের আব্দুল কাদেরের ১৩ বছরর বয়সী কন্যা মেহেরুন নেছার বিয়ে হচ্ছিল শুক্রবার। উপজেলা নির্বাহী অফিসারের কাছে বাল্য বিয়ে হচ্ছে এমন খবর পান। সংগে সংগে উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী সেখানে পুলিশ পাঠান।
থানার এসআই দিবাকর রায় সংগীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়েটি বন্ধ করে দেন।