নিজস্ব প্রতিবেদক :
রামুর গর্জনিয়ার রাজঘাট গ্রামে মদ্যপান করে প্রকাশ্যে মাতলামি করায় গত রোববার রাত ১১টায় ফজলুল হক চৌধুরী ওরফে লেডু (৫৫) নামের এক ব্যক্তি গ্রেপ্তার হয়েছে। উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ডাক্তারি পরীক্ষা শেষে সোমবার তাকে কক্সবাজার জেলা কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর উপপরিদর্শক (এসআই) আহসান হাবিব বাদি হয়ে রামু থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করেছে।
আহসান হাবিব বলেন, লেডু চৌধুরী একজন পেশাদার মাদকসেবী। গ্রেপ্তারের আগে সে মাদক বিক্রেতা কালুর বাড়ি থেকে মদ্যপান করে গ্রামে হৈ চৈ আরম্ভ করে। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এরপর ডাক্তারি পরীক্ষায় মদ্যপানের বিষয়টি প্রমানিত হওয়ায় থানায় মামলা রুজু করা হয়।
গর্জনিয়া পুলিশ ফাড়ীঁর পরিদর্শক (ওসি) কাজি আরিফ উদ্দিন বলেন, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নকে মাদকমুক্ত করতে পুলিশ সদস্যরা চ্যালেঞ্জ হিসাবে নিয়েছে। এ বিষয়ে সচেতন মহলের সহযোগিতা দরকার।