শহিদুল ইসলাম,উখিয়া।
রাজাপালং ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে কক্সবাজার ডিসি সাহেবের বলি খেলায় শামশু বলি চ্যাম্পিয়ন হওয়ায় এক সংবর্ধনার আয়োজন করা হয়। ১৭ এপ্রিল রাতে উখিয়াস্থ জামান হোটেলের ২য় তলায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন রাজাপালং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক নুর মোহাম্মদ শেখর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক স্বপন শর্মা রনি। এ সময় উপস্থিত ছিলেন, রাজাপালং ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন জয়, নুরুল কবির নুরু, নুরুল আবছার, মোহাম্মদ ইসমাইল, মতিউর রহমান মুন্না, দেলোয়ার হোসেন দিলু, মনজুর আলম, শহিদুল ইসলাম প্রমূখ।
শামশু বলি উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের আওতাধীন ৬ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি। ভবিষ্যতে উখিয়ার মূখিআরো উজ্জ্বল করার প্রত্যয় ব্যক্ত করেন উখিয়ার এই বলি।