রামু প্রতিনিধিঃ
রামুতে আগামী শনিবার ২৩ এপ্রিল খতমে নবুওয়্যাত ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক তাহ্রিকে খতমে নবুওয়্যাত, বাংলাদেশ রামু শাখার আয়োজনে বেলা ২ টা হতে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ মহাসম্মেলনে প্রধান বক্তা থাকবেন আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, ঢাকা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রামু-কক্সবাজার আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াজ উল আলম।
সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে তাকরির করবেন, আন্তর্জাতিক তাহ্রিকে খতমে নবুওয়্যাত, বাংলাদেশ এর মহাসচিব মাওলানা গাজী ইয়াকুব ওসমানী, মহাসচিব, কুমিল্লা মোজাফ্ফর উলুম মাদরাসার শায়কুল হাদিস মাওলানা মূফতি দ্বীন মোহাম্মদ আশরাফ, ফটিকছড়ি জামিয়া উবাইদিয়া নানুপুর এর সাবেক মুহাদ্দিস মাওলানা হাফেজ আব্দুল গফুর, হাটহাজারী আরবী বিশ্ববিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা নুরুল ইসলাম ছাদেক, জামেয়াতুল উলুম মাদরাসার পরিচালক মাওলানা হাফেজ শামসুল হক, বিশিষ্ট ইসলামী সংগীত শিল্পী মাওলানা হাফেজ আমিনুল ইসলাম (অন্ধ হুজুর)।
এছাড়া দেশবরেণ্য ওলামা মাশায়েখ বৃন্দ এ দ্বীনি মহাসম্মেলনে তাকরির পেশ করবেন।
এতে জাতি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে শরিক হওয়ার আহবান জানিয়েছেন আন্তর্জাতিক তাহ্রিকে খতমে নবুওয়্যাত, রামু শাখার সভাপতি মাওলানা হাফেজ আবদুল হক ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুচ্ছালাম কুদ্ছী।