মহেশখালী প্রতিনিধি:
মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলা চালিয়াতলী এলাকার টমটম গাড়ীর ড্রাইবার আবুল হোছাইন (২৬) নামের এক যুবককে অস্ত্রধারীরা সন্ত্রাসী কায়দায় হামলা চালিয়ে এলোপাতাড়ি দায়ের কোপে গুরুত্বর আহত করেছে। এ সময় তার শৌর চিৎকারে পার্শ্ববর্তী লোকজন এগিয়ে এসে অস্ত্রধারীদের কবল থেকে তাকে উদ্ধার করে চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হলে পরে অবস্থার অবনতি হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
ঘটনাটি ঘটেছে গত বুধবার দুপুর ২ টার দিকে শাপলাপুর ষাইটমার মাদ্রাসা সড়ক এলাকায়। আহত বাবুলের পিতা মছজল আহমদ জানান, একই এলাকার বখাটে যুবক কাছিম আলীর পুত্র আজিজুল হকের নেতৃত্বে ৫/৬ জনের একদল দূর্বৃত্ত পূর্ব শুক্রতার জের ধরে ঘটনার দিন দুপুরে উপজেলার পাশ্ববর্তী ইউনিয়ন শাপলাপুর থেকে টমটম গাড়ীতে যাত্রী নিয়ে আমার ছেলে কালারমারছড়া চালিয়াতলী যাচ্ছিল। পথিমধ্যে ষাইটমারা মাদ্রাসা সড়কে রাস্তায় ব্যারিকেড দিয়ে আগে থেকে উৎপেতে থাকা আজিজুল হকসহ বখাটে যুবকরা বাবুলকে গাড়ি থেকে নামিয়ে শরীরের বিভিন্ন অংশে দায়ের কোপে গুরুতর রক্তাক্ত জখম করে।
অপরদিকে উক্ত ঘটানাটি সামজিকভাবে মিমাংসা করা না হলে বড় ধরনের সংঘাতের আশংকা করছেন স্থানীয় লোকজন। অভিযুক্ত আজিজুল হক আহত যুবকের পরিবারকে এ ব্যাপারে মামলা না করতে প্রাণ নাশের হুমকি দিচ্ছে বলে আহত ব্যাক্তির পারাবারিক সূত্রে জানা গেছে।
বৃহস্পতিবার রাত ৯ টার সময় মুঠোফোনে জানতে চাওয়া হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ অলুক কুমার আহত আবুল হোছাইন এখনো শংকামুক্ত নয় বলে জানিয়েছেন।
এ ব্যাপারে মুঠোফোনে জানতে চাওয়া হলে মহেশখালী থানার ওসি বাবুল চন্দ্র বণিক বলেন, অভিযোগ হাতে পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।