প্রেস বিজ্ঞপ্তিঃ
সুন্দর ভবিষ্যতের জন্য ম্যালেরিয়া শেষ করুন এই প্রতিপাদ্য নিয়ে ২৫ এপ্রিল সোমবার বিশ্ব ম্যালেরিয়া দিবস উদযাপন উপলক্ষে জাতীয় ম্যালেরিয়া নিয়ন্ত্রণ কর্মসূচী ব্রাক মুক্তি কক্সবাজার রামু স্বাস্থ্য বিভাগের সমন্বয়ে ব্যাপক কর্মসূচী পালন করে।
কর্মসূচীর মধ্যে ছিল র্যালি, আলোচনা সভা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ম্যালেরিয়া বিষয়ক স্টল ও প্রদর্শনীর ব্যবস্থা। প্রদর্শনীতে আইএলএলএন প্রদর্শনীসহ জ্বরের রোগীকে মাইক্রোস্কোপীর মাধ্যমে রক্ত পরীক্ষা ও ম্যালেরিয়ার জীবানু সনাক্ত করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন রামু উপজেলার ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প.কর্মকর্তা ডা. চিন্ময় বড়ুয়া, প্রধান অতিথি ছিলেন রামু উপজেলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন, বক্তব্য রাখেন সাংবাদিক দর্পণ বড়ুয়া,ম্যালেরিয়া নিয়ন্ত্রন কর্মসূচীর উপজেলা ম্যানেজার দুলাল বড়ুয়া, পি.ও সন্জয় বৈদ্য, শফিউল আকবর হেলাল ও ল্যাব ট্যাকনেশিয়ান তানজিল সুলতানা সেতু প্রমুখ।