মোঃ হাফিজুল ইসলাম চৌধুরী:
রামুর গর্জনিয়া উচ্চবিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০১৬ এর উদ্বোধন করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি সকালে প্রধান অতিথি থেকে দুই দিন ব্যাপি উক্ত প্রতিযোগিতার উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম মনিরুল ইসলাম।
এর আগে জাতীয় সংগীতের সুরে সুরে জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলন করেন প্রধান অতিথি ও প্রধান শিক্ষক। পরে বিদ্যালয়ের স্কাউট দল কুচকাওয়াজের মাধ্যমে অতিথিদের সালাম প্রদর্শন করেন।
এসময় গর্জনিয়ার সামাজিক উদ্যোক্তা শাহারীয়ার ওয়াহেদ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।