টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফে আসন্ন ২৫ মে পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে সকল জলপনা কল্পনা শেষে একক প্রার্থী হিসেবে নৌকার মাঝি হয়েছেন বর্তমান মেয়র হাজী মোঃ ইসলাম।
আওয়ামীলীগ সুত্রে আরো জানা যায়, গত ২৫ এপ্রিল সোমবার রাতে আগামী ২৫ মে আওয়ামীলীগ থেকে ৯টি পৌরসভার মেয়র প্রার্থীদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। ২৬ এপ্রিল মঙ্গলবার আওয়ামীলীগ থেকে সেই চুড়ান্ত মেয়র প্রার্থীদের নাম ঘোষনা করে। বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় দপ্তর স¤পাদক আবদুস সোবহান গোলাপ।
এতে টেকনাফ পৌরসভার নৌকার মাঝির দায়িত্ব পেয়েছেন বর্তমান মেয়র বিশিষ্ট সমাজ সেবক পৌরসভার উন্নয়নের রূপকার হাজী মো: ইসলাম।
এদিকে এ খবর টেকনাফ পৌর এলাকায় ছড়িয়ে পড়লে দলবল নির্বি শেষে সাধারণ মানুষ খুশি আর আনন্দে মিষ্টি বিতরণ করে।
টেকনাফ পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের বেশ কয়েকজনের সাথে আলাপ করে জানা যায়, বর্তমান মেয়র হাজী মো: ইসলামকে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেওয়ায় টেকনাফ পৌরসভার গরীব দু:খী সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। কারণ বর্তমান মেয়র হাজী মো: ইসলাম গরীবের বন্ধু, দানশীল, সমাজ সেবক এবং সততা ও যোগ্যতার সাথে বিগত ৫ বছর ধরে টেকনাফ পৌরসভার উন্নয়নের অগ্রনী ভুমিকা পালন করে আসছেন। সেই মহৎ ও সাদা মনের মানুষটিকে আবারও আওয়ামীলীগ থেকে নৌকার প্রতীক পাওয়ায় এলাকাবাসীর মাঝে আনন্দ বিরাজ করছে।
এলাকাবাসী আরো জানান, আগামী ২৫ মে পৌরসভার নিবার্চনে নৌকার প্রতীকে ভোট দিয়ে বিজয় ছিনিয়ে এনে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।