প্রেস বিজ্ঞপ্তিঃ
রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৬ এপ্রিল মঙ্গলবার কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন রামু উপজেলা ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. চিন্ময় বড়ুয়া, বক্তব্য রাখেন স্বাস্থ্য পরিদর্শক বিপ্লব বড়ুয়া, সিএইচসিপি যথাক্রমে রোকসানা আক্তার, পিংকী শর্মা, জেসমিন ও শামীম আহমদ।
সভায় বক্তারা বলেন কমিউনিটি ক্লিনিক প্রতিষ্ঠার মাধ্যমে গরীব মানুষের সেবায় তথা জনগনের দোর গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেয়া হচ্ছে।
তাঁরা এই মহতি উদ্যোগ নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকে প্রতিটি কমিউনিটি ক্লিনিকে দায়িত্ব প্রাপ্ত সি এইচ সিপি ছাড়াও মেডিকেল অফিসার, স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার কল্যাণ পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, পরিবার কল্যাণ সহকারীগণ নিয়মিতভাবে সেবা দিয়ে যাচ্ছেন।