শহিদুল ইসলাম, উখিয়া।
কক্সবাজারের উখিয়া উপজেলার উপকূলীয় জালিয়াপালং ইউনিয়নের দক্ষিণ সোনাইছুড়ী গ্রামের শীর্ষ মানব পাচারকারী মোঃ ছৈয়দকে বুধবার ভোর রাতে ইনানী পুলিশ তার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করেন। সে দক্ষিণ সোনাইছুড়ী গ্রামের মৃত আমির হামজার ছেলে।
ইনানী পুলিশের ইনচার্জ আরিফুল ইসলাম জানান, তার বিরুদ্ধে থানায় একাধিক মানব পাচার মামলা রয়েছে।