টেকনাফ প্রতিনিধিঃ
আসন্ন টেকনাফ পৌরসভা নির্বাচনে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মেয়র পদে ৫ জন প্রার্থী এবং সাধারণ কাউন্সিলর পদে ৪১ ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
কিন্তু বিএনপি থেকে কোন প্রার্থী মনোনয়ন জমা দিতে দেখা যায়নি।
২৮ এপ্রিল বিকাল ৫ টা পর্যন্ত টেকনাফ নির্বাচন অফিস সূত্রে জানা তথ্যমতে মেয়র পদে আওয়ামীলীগের একক প্রার্থী আলহাজ্ব মো: ইসলাম, স্বতন্ত্র প্রার্থী যথাক্রমে মোহাম্মদ ইসমাইল, ফারুক বাবুল, মোহাম্মদ হাশেম, জাহাঙ্গীর আলম।
সাধারণ কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে হাজী মুহাম্মদ ইউনুছ, নজির আহমদ কালু, শাহ আলম মিয়া, বাঁচা মিয়া, মেহেদী হাসান, মোঃ আলম
২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ আবু হারেছ, এনামুল হাসান, মোঃ সামশুল আলম, নুরুচ্ছমদ লালু, মোঃ ফরিদ, মোঃ জকির আলম, ফরিদ আহমদ
৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর একরামুল হক, মৌলভি মোঃ আশরাফ আলী, মোঃ জাহেদ হোসেন
৪ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর হাছান আহমদ, শওকত আলম, হোছন আহমদ, কবির আহমদ, আহমদ উল্লাহ, মোঃ ইসমাইল
৫নং ওয়ার্ডে মোঃ ইউসুফ মনু, মোঃ আলম বাহাদুর, মোঃ ইউসুফ ভুট্টো, রেজাউল করিম
৬ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর ও সাংবাদিক আবদুল্লাহ মনির, মোঃ ইউসুফ, জাহাঙ্গীর আলম, সোহেল রানা
৭ নং ওয়ার্ডে, বর্তমান কাউন্সিলর মৌলভি মুজিবুর রহমান, মোঃ ইলিয়াছ
৮ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ রফিক, মোঃ মনিরুজ্জামান (আমীর), মোঃ ইউনুছ, মোঃ উসমান গণি, আবুল আলী
৯ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মোঃ আমিন ভুলু, নুরুল বশর নুরশাদ, নুরুল আবছার, মোঃ ইউনুছ মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
অপরদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১ নং আসনে সাজেদা আকতার মুন্নি, কুহিনুর আকতার, মোসাম্মৎ ফিরুজা বেগম
সংরক্ষিত ২ নং আসনে দিলরুবা খানম, শামীমা আকতার, রাজিয়া বেগম
৩ নং আসনে নাজমা আলম ও হোসনে আরা বেগম মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
এদিকে নির্বাচন অফিস সূত্রে আরো জানা যায়, বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল জাবেদ ইকবাল নামে সাবেক এক যুবদল নেতাকে। অথচ তিনি ধানের শীষের প্রার্থী হয়ে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন। দুয়েকদিন যেতে না যেতেই নির্বাচনে অংশগ্রহন করবেন না বলে ঘোষনা দিয়ে বিভিন্ন অনলাইন ও পত্রপত্রিকায় সংবাদ পরিবেশন করে।
২৮ এপ্রিল মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত বিএনপি‘র পক্ষ থেকে মেয়র পদে কেউ মনোনয়ন পত্র দাখিল করেননি। এনিয়ে পৌরসভার তৃণমূল নেতাদের মাঝে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক পৌরবিএনপির পদবিধারী কয়েকজন নেতার সাথে আলাপ করে জানা যায়, বিএনপি থেকে বেশ কয়েকদিন ধরে সিনিয়র নেতারা সঠিক প্রার্থী খোঁজে না পাওয়ায় চিন্তিত ছিলেন নেতৃবৃন্দরা। হঠাৎ করে জাবেদ নামে প্রবাসী এক যুবদল নেতা বিএনপি থেকে মেয়র প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করলে তাকে মনোনয়ন দেন সিনিয়র নেতৃবৃন্দরা। কিন্তু শেষ পর্যায়ে এসে হঠাৎ করে নির্বাচন করবে না বলে ঘোষনা দেয়। সময় স্বল্পতার কারণে বিএনপি থেকে মেয়র প্রার্থী হওয়ার জন্য কোন নেতাকে খোঁজে পাওয়া যায়নি বলে জানা গেছে।