টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফ পৌর এলাকায় কায়সার আলম নামে এক দিনমজুর যুবক বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২৯ এপ্রিল বিকাল ৫ ঘটিকার সময় টেকনাফ পৌর এলাকার ২নং ওয়ার্ড উপজেলা পরিষদ সংলগ্ন পুরান পল্লান পাড়ার কামাল আহমদের পুত্র দিন মজুর কায়সার আলম (২২) একই এলাকায় গাছের ঢাল কাটতে গিয়ে অসাবধানতা বশত: বিদ্যুৎ মেইন লাইনের তারে দায়ের কুপ পড়লে সাথে সাথে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পড়ে। এসময় বিরাট শব্দ করে আগুন ছড়িয়ে পড়ে এবং কায়সার আলম মাটিতে পড়ে যায়।
তাৎক্ষনিক স্থানীয়রা তাকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এব্যাপারে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল মজিদ বলেন, এঘটনায় পুলিশকে কেউ অবহিত করেননি। লিখিতভাবে কেউ অভিযোগ করলে তা ব্যবস্থা নেওয়া হবে।