সোয়েব সাঈদঃ
কক্সবাজারের রামুতে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। দিবসটি পালনে রামু উপজেলা পরিবহন মোটর শ্রমিক ঐক্য পরিষদ র্যালী সহ নানা আনুষ্ঠানিকতার আয়োজন করে।
সকাল দশটায় রামু চৌমুহনী স্টেশন থেকে শুরু হওয়া র্যালীতে নেতৃত্ব দেন, রামু উপজেলা পরিবহন মোটর শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি আহসান উল্লাহ ও সাধারণ সম্পাদক শ্রমিক নেতা জালাল আহমদ।
মে দিবস উপলক্ষ্যে রাতে রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা, প্রীতিভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ে সরকারের আন্তরিকতা থাকতে হবে। কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতেও সকল মহলকে ভূমিকা রাখতে হবে।
দিবসের সকল কর্মসূচিতে আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, সিএনজি অটোরিক্সা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নেন সাধারণ সম্পাদক আলী হোসেন, পিকআপ চালক শ্রমিক সমিতির সভাপতি হামিদুল হক, সাধারণ সম্পাদক মনজুর আলম, সহ সম্পাদক মো. আজিজ, মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের কাঞ্চন বড়ুয়া, জীপ শ্রমিক নেতা মৃদুল বড়ুয়া, শ্রমিক নেতা মামুন, আবছার, আবদু ছালাম, নিকাশ সহ ৫ শতাধিক পরিবহন শ্রমিক অংশ নেন।