রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুতে ফেসবুকে প্রধানমন্ত্রীর বিকৃত ছবি দেয়ার অভিযোগ দুই সহোদরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলো, রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার মোহাম্মদ ইব্রাহীমের ছেলে রাশেদুল কবির (২০) ও খালেদ হোসেন (১৭)।
মঙ্গলবার ৩ মে বিকাল সাড়ে পাঁচটায় বাড়িতে অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রভাষ চন্দ্র ধর আমাদের রামু ডটকমকে জানিয়েছেন, খালেদ হোসেন প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে প্রচার করেছে। পুলিশ বিষয়টি জানার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাশেদুল কবির ও খালেদ হোসেন কে আটক করে।
তিনি আরো জানান, আটক দুই সহোদরের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করা হবে।