হাফিজুল ইসলাম চৌধুরী :
ভোট উৎসবে মেতে উঠেছে কক্সবাজারের রামুর পাঁচ ইউনিয়নের জনগণ। ভোটের আমেজ এখন গ্রামের প্রতিটি ঘরে ঘরে। পঞ্চম দফায় আগামী ২৮ মে উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এসব ইউনিয়ন পরিষদে নির্বাচনের জন্য মনোনয়ন দাখিলের শেষ সময় নির্ধারণ ছিলো মঙ্গলবার ৩ মে। আর এসব ইউপিতে চেয়ারম্যান পদে ২১ জন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৫০ জন, সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ১৭৪ জন সহ মোট ২৪৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ঈদগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাঙ্গালী, বিএনপি মনোনীত নুরুল আজিম, স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো ও দিদারুল আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১০ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, বিএনপি মনোনীত গোলাম মাওলা, স্বতন্ত্র প্রার্থী মো. মুহিবুল্লাহ, শাহারীয়ার ওয়াহেদ ও সৈয়দ নজরুল ইসলাম মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৯ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান নুরুল আমিন, বিএনপি মনোনীত আবু নোমান, স্বতন্ত্র প্রার্থী জাকের আহমদ মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৯ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩১ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত শফিউল আলম, বিএনপি মনোনীত মুক্তিযোদ্ধা নুরুল হক, স্বতন্ত্র মোস্তাক আহমদ, এম,এম আবদুল মালেক ও মোহাম্মদ হানিফ মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১২ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৩৩ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
রশিদনগর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বজল আহমদ বাবুল, বিএনপি মনোনীত বর্তমান চেয়ারম্যান আবদুল করিম, স্বতন্ত্র প্রার্থী সিরাজুল ইসলাম ও শাহ আলম মনোনয়নপত্র দাখিল করেছেন।
এ ইউনিয়নে সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ১০ জন এবং সাধারণ ওয়ার্ডের সদস্য পদে ৪০ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তপশীল অনুযায়ি পঞ্চম দফায় আগামী ২৮ মে রামুর ৫টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।