রামু প্রতিনিধি:
কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের তিন কৃতি ব্যক্তিত্ব যথাক্রমে মরহুম আলহাজ্ব নাজের চৌধুরী, আলহাজ্ব নূর নাহার বেগম চৌধুরাণী ও আমির মোহাম্মদ চৌধুরী বাচ্চুর কবর জিয়ারত করেছেন জেলার বহুল প্রচারিত দৈনিক হিমছড়ি পত্রিকার প্রতিষ্টাতা, বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব আলী হাছান চৌধুরী।
বৃহস্পতিবার ৫মে বিকেলে গর্জনিয়া আমির আলী চৌধুরী মজসিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে তিনি তাঁদের কবর জিয়ারত করেন।
এসময় গর্জনিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছুরুত আলম চৌধুরী, কক্সবাজার মা ও শিশু হাসপাতালের অন্যতম প্রতিষ্টাতা, আমেরিকা প্রবাসী মোঃ সাইফুল্লাহ চৌধুরী লেবু, গর্জনিয়া উচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদের শিক্ষানুরাগী সদস্য হাবিব উল্লাহ চৌধুরী, অভিভাবক সদস্য আবু তাহের, গর্জনিয়া ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মুহিবুল্লাহ চৌধুরী জিল্লু, সাংবাদিক হাফিজুল ইসলাম চৌধুরী প্রমূখ উপস্থিত ছিলেন।