স্পোর্টস ডেস্ক:
বিস্ফোরক ব্যাটসম্যানে ঠাসা গুজরাট লায়ন্সের ব্যাটসম্যানদের জন্যও রহস্য হয়ে থেকেছেন মুস্তাফিজুর রহমান। চার ওভারে ১৭ রান দিয়ে দিনেশ কার্তিক ও রবিন্দ্র জাদেজার উইকেট নিয়েছেন এই তরুণ বাঁহাতি পেসার।
মুস্তাফিজের চমৎকার বোলিংয়ের পর শিখর ধাওয়ানের দায়িত্বশীল ব্যাটিংয়ে গুজরাটকে ৫ উইকেটে হারায় হায়দরাবাদ।
শুক্রবার হায়দরাবাদের রাজিব গান্ধি ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টস হেরে ব্যাট মুস্তাফিজসহ হায়দরাবাদের অন্য পেসারদের আঁটসাট বোলিংয়ে ৬ উইকেটে হারিয়ে ১২৬ রান তুলতে পারে গুজরাট। জবাবে এক ওভার বাকি থাকতে ৫ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।
ষষ্ঠ ওভারে বোলিং করতে এসেই উইকেট পেতে পারতেন মুস্তাফিজ। তার অফ স্টাম্পের বাইরের কাটার সজোরে লেগে খেলতে চেয়েছিলেন ব্রেন্ডন ম্যাককালাম। মুস্তাফিজের চাতুর্যের সঙ্গে পেরে উঠেননি, বল বাইরের কানায় লেগে পয়েন্টে ক্যাচ উঠে যায়।
কিছুটা পিছিয়ে দুইবারের চেষ্টায়ও ক্যাচ তালুবন্দি করতে পারেননি শিখর ধাওয়ান, বেঁচে যান ম্যাককালাম।
তবে সেই ওভারেই আঘাত হানেন মুস্তাফিজ। তার বল ফ্লিক করতে গিয়ে ব্যাটের কানায় লেগে ব্যাক ওয়ার্ড পয়েন্টে ক্যাচ দেন দিনেশ কার্তিক। চমৎকার এক ডাইভিং ক্যাচে বাকি কাজটুকু সারেন কেন উইলিয়ামস।