রামু প্রতিনিধিঃ
কক্সবাজারের রামুতে সংঘদান ও অষ্টপরিষ্কার দান অনুষ্ঠিত হয়েছে। ৭ মে শনিবার প্রয়াত কাশীমোহন বড়ুয়ার পারলোকিক সদগতি কামনায় এ দানানুষ্ঠানের আয়োজন করা করা হয়।
রামুর শ্রীকুল মৈত্রী বিহার সংলগ্ন সাদাচিং প্রাঙ্গনে অনুষ্ঠান সম্পন্ন করা হয়। দানকর্মে উপস্থিত প্রত্যেক্ষ ভিক্ষুকে একটি করে অষ্টপরিষ্কার দান করা হয়।
অনুষ্ঠানের প্রধান দাতা সাজু বড়ুয়া বলেন, তার প্রয়াত পিতার সদগতি কামনার পাশাপাশি তার নিজের এবং পরিবার বর্গের নিরোগ দীর্ঘায়ুময় জীবন কামনায় এ পূণ্যানুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সকাল ১০ টায় অনুষ্ঠিত এ দানানুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করেন একুশে পদক প্রাপ্ত, উপ-সংঘরাজ ভদন্ত সত্যপ্রিয় মহাথের।
এতে ধর্মদেশনা দান করেন ভারতের বোম্বে অজন্তা বিহারের অধ্যক্ষ ভদন্ত ধর্মরত্ন মহাথের এবং রামুর উত্তর ফঁতেখারকুল বিবেকারাম বিহারের অধ্যক্ষ ভদন্ত শীলমিত্র ভিক্ষু প্রমূখ।