টেকনাফ প্রতিনিধিঃ
টেকনাফ সাংবাদিক ইউনিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা থেকে প্রকাশিত দৈনিক কক্সবাজার বাণীর টেকনাফ প্রতিনিধি সাংবাদিক নুর হোসাইন সড়ক দূর্ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন।
১০ মে সকালে মোটর সাইকেল যোগে কক্সবাজার যাওয়ার পথে উখিয়া উপজেলার বালুখালী নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি দুর্ঘটনা শিকার হন। এ ঘটনায় তার ডান পায়ে মারাত্বক জখম হয়েছে বলে জানা যায়।
এসময় তার সফর সঙ্গী চাচা হাজী আলী হোসেনও আহত হয়েছেন।
দূর্ঘটনার সংবাদ পেয়ে উখিয়ার নিউজ ডটকমের সম্পাদক ওবায়দুল হক চৌধুরী আবু আহতদের চিকিৎসা কার্যক্রমে সহযোগিতা করেছেন।
তিনি জানান, কুতুপালং এমএসএফ হল্যান্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আহত নুর হোসাইন ও তার চাচাকে কক্সবাজার সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে ।
এদিকে টেকনাফ সাংবাদিক ইউনিটির সকল নেতৃবৃন্দ নুর হোসাইনের জন্য দোয়া কামনা করেছেন।