মুন্সীগঞ্জের রঘুরামপুরের বৌদ্ধ বিহার পাঁচটি বর্গাকার কক্ষ নিয়ে গঠিত হয়েছে।
অন্যান্য বিহারের মতো এই বিহারটিও ব্যবহৃত হতো স্কুল বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে।
এখানে লাল ইটের টালি দেওয়া দেয়াল রয়েছে। বলা হয় কোনও এক রাজা এই বিহারটি নির্মাণ করেন। পরবর্তীতে এই বিহারটি মাটি চাপা পড়ে যায়।
কেউ জানত না এর অবস্থান। কিন্তু কয়েক বছর আগে দালান তৈরির সময় জায়গাটি খোঁড়া হলে বিহারের কিছু অংশ বের হয়ে আসে। এই বিহারটি ৯৯০-১০৫০ সালের দিকে তৈরি বলে অনুমান করা হয়।
পরবর্তীতে সরকারের সহযোগিতায় এই বিহারের কয়েক তলা পর্যন্ত খুঁড়ে বের করা হয়। বর্তমানে বাংলাদেশের প্রত্নতত্ব বিভাগ ছাড়াও অন্য একটি বেসরকারি সংগঠন ‘অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন’ এই স্থানটির সংরক্ষণ কাজে এগিয়ে এসেছে।