প্রেস বিজ্ঞপ্তি:
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু ও তার ক্যামেরাম্যান পারসন শরীফ, সময় টিভির স্টাফ রিপোর্টার সুজা উদ্দিন রুবেল ও তার ক্যামেরা পারসন ফয়েজ এবং ৭১ টেলিভিশনের কক্সবাজার প্রতিনিধি কামরুল ইসলাম মিন্টু ও তার ক্যামেরাপার্সন বাবু কান্তি এর উপর টেকনাফে ইয়াবা ব্যবসায়ী কৃর্তক সন্ত্রাসীদের হামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে রামু রিপোটার্স ইউনিটি।
বিবৃতিতে হামলায় অাহত সাংবাদিকদের উপর যে বা যারা হামলা করেছে তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বিবৃতিদাতারা হলেন সভাপতি অাবুল কাশেম, সাধারণ সম্পাদক অাবুল কাশেম সাগর, সহ সভাপতি অর্পন বড়ুয়া, সহ সাধারণ সম্পাদক মো.নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ অাবু বকর ছিদ্দিক, অর্থ সম্পাদক ওবাইদুল হক নোমান, দপ্তর ও প্রচার সম্পাদক অাহমদ ছৈয়দ ফরমান, নির্বাহী সদস্য সোয়েব সাঈদ, অাল মাহমুদ ভূট্টো, হাসান তারেক মুকিম।
উল্লেখ্য: টেকনাফে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে শুক্রবার বিকালে তাদের উপর হামলা করে সন্ত্রাসীরা।