রামু প্রতিনিধি:
রামু উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করেছে।
সম্প্রতি প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয় থেকে অংশ নেয়া ৮৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৮২ জন। এতে জিপিএ-৫ পেয়েছে ৬ জন শিক্ষার্থী। পাশের হার ৯৬ দশমিক ৪৭%। এছাড়া সদ্য প্রকাশিত ২০১৫ সালের জেএসসি পরীক্ষার ফলাফলে এ বিদ্যালয় থেকে ট্যালেন্টপুল সহ ৪ জন শিক্ষার্থী জুনিয়র বৃত্তি লাভ করেছে।
এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে আসমাউল হোসনা, জিপিএ-৫ পেয়েছে ইপ্তিশা মাশহুরা জেসিকা, সাহদিনা আফসিন ঈশা, শানজীদা নওশীন রিফা, সোনিয়া আফরোজা ও সালাহ উদ্দিন আহমেদ।
জুনিয়র বৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তরা হলো, ট্যালেন্টপুলে আবরার জাওয়াত রাহাত, সাধারণ গ্রেডে আরিফুল ইসলাম, নজিবুল আলম ও তাহমিনা হোসেন ছমিরা।
আলহাজ্ব ফজল আম্বিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমান উল্লাহ এসএসসি ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়েছেন।