সোয়েব সাঈদ, রামুঃ
স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন কক্সবাজারেই নৌকার বিজয় শুরু হবে। আগামী নির্বাচনে কক্সবাজারের ৪টি আসনেই আওয়ামীলীগ বিপুলভোটে বিজয়ী হবে। এজন্য নেতাকর্মীদের এখন থেকেই মাঠে-ময়দানে কাজ করে যেতে হবে। শুধু মিছিল-মিটিং করলে হবে না, ভোট পাওয়ার জন্য উন্নয়নের কথা তুলে ধরে ভোটারদের মনও জয় করতে হবে।
তিনি আরো বলেন, তরুণ সাংসদ কমল এখানকার উন্নয়ন-অগ্রযাত্রায় ভুমিকা রাখছেন। তাঁর নেতৃত্বেই কক্সবাজার-রামুতে সরকারের উন্নয়ন কার্যক্রম সফলতার সাথে এগিয়ে চলছে। আগামীতেও কমলকে এগিয়ে নিতে হবে।
মন্ত্রী বলেন, বিএনপি সরকারের আমলে অন্ধকারাচ্ছন্ন থাকা কক্সবাজার এখন আলোকিত পর্যটন নগরী। ৫ বছরে এখানে অনেক মেগা প্রকল্প সহ ব্যাপক উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আছেন বলেই এসব উন্নয়ন সম্ভব হচ্ছে।
মন্ত্রী মোহাম্মদ নাসিম রামুতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন।
বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামু ওসমান ভবনে আয়োজিত মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ¦ সাইমুম সরওয়ার কমল। সভায় সভাপতিত্ব করেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা।
সভায় অন্যান্যদের মধ্যে কক্সবাজার সিভিল সার্জন ডা. আবদুস সালাম, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. লুৎফুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মিছবাহ উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী হোসেন, রামু থানার ওসি মুহাম্মদ আবুল মনুসর, পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান, কক্সবাজার জেলা পরিষদ সদস্য শামসুল আলম চেয়ারম্যান ও নুরুল হক কোম্পানী, আওয়ামীলীগ নেতা ফরিদ আহমদ মাস্টার, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো ও এমএম নুরুচ ছাফা, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সম্পাদক নুর আল হেলাল, যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, নবীউল হক আরকান, সাংসদ কমলের একান্ত সচিব ও জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা তাঁতীলীগ সভাপতি নুরুল আলম জিকু, ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আজিজুল হক আজিজ, বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একরামুল হাসান ইয়াছিন প্রমূখ।
সন্ধ্যায় মন্ত্রী মোহাম্মদ নাসিম ওসমান ভবনে পৌঁছলে তাকে স্বাগত জানান, রামুর জনপ্রতিনিধি এবং প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। মতবিনিময় সভা শেষে তিনি সাবেক সাংসদ ও রাস্ট্রদূত মরহুম আলহাজ¦ ওসমান সরওয়ার আলম চৌধুরীর কর্মময় জীবনের চিত্র প্রদর্শণী ঘুরে দেখেন।