সোয়েব সাঈদ:
রামুতে অনুষ্ঠিত ওপিএল ক্রিকেট টূর্ণামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে অফিসেরচর ক্রিকেট একাদশ। সমাপনী খেলায় দক্ষিণ দ্বীপ ফতেখাঁরকুল অল স্টুডেন্ট একাদশকে ৩ উইকেটে হারিয়েছে দলটি। রামু অফিসেরচর পোস্ট অফিস মাঠে এ টূর্ণামেন্ট আয়োজন করে অফিসেরচর স্পোর্টস ক্লাব।
রবিবার ১৫ মে দুপুরে অনুষ্ঠিত সমাপনী খেলায় প্রথমে ব্যাট করতে নেমে দক্ষিণ দ্বীপ ফতেখাঁরকুল অল স্টুডেন্ট একাদশ ৫৫ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে মোমেন সর্বোচ্চ ২১ রান সংগ্রহ করে।
৫৬ রানের টার্গেট তাড়া করতে নেমে অফিসেরচর ক্রিকেট একাদশ ৩ উইকেট বাকী থাকতেই জয়ের লক্ষে পৌঁছে যায়। অফিসেরচর ক্রিকেট একাদশের পক্ষে মিজান ২০ রান এবং নুর হোসেন ১৮ রান সংগ্রহ করে।
খেলা শেষে বিজয়ীদের ট্রপি তুলে অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ি ও ইউপি সদস্য প্রার্থী ছালামত উল্লাহ, মিজানুর রহমান, সাংবাদিক সোয়েব সাঈদ ও ওবাইদুল হক নোমান, ব্যবসায়ি মুফিজুর রহমান, সোহেল সাঈদ, তানভীর শাহ, আয়োজক অফিসেরচর স্পোর্টস ক্লাব এর সদস্য দেলোয়ার হোসেন, মাহমুদুর রহমান, আসিফ, সানজিদুল ইসলাম, তারেক, সাইফুল, এবাদুল্লাহ, জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন অফিসেরচর ক্রিকেট একাদশের অনিক। এছাড়া মোমেন ম্যান অব দ্যা টূর্ণামেন্ট, জাহাঙ্গীর সেরা বোলার এবং মোমেন সেরা ব্যাটসম্যান এর পুরস্কার পান।