টেকনাফ প্রতিনিধি:
এবার বিজিবি সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে নতুন কৌশলে লুকিয়ে রাখা পাতিলের ভিতর থেকে উদ্ধার করল ১১ হাজার ইয়াবা। আটক করল দুই পাচারকারীকে। আটককৃতরা হচ্ছে, শরীয়তপুর জেলার ছোট কৃষ্ণনগরের জয়নাল শেখের পুত্র মো. সাদ্দাম হোসেন (২৭) ও সাবরাং ইউনিয়নের মৃত আব্দুল মজিদের পুত্র আহম্মদ হোসেন (৩২)।
বিজিবি সুত্রে আরো জানা যায়, ১৭ মে সকাল ৭ টারদিকে টেকনাফ ২ বিজিবি দমদমিয়া চেক পৌষ্টের দায়িত্বরত হাবিলদার নওশের আলীর নেতেৃত্বে টেকনাফ হতে আসা হ্নীলাগামী একটি সিএনজি গাড়িতে তল্লাশী চালিয়ে এ্যালমোনিয়ামের পাতিলের ভিতর থেকে ৩৩ লক্ষ টাকা মূল্যমানের ১১ হাজার ইয়াবাসহ দুই পাচারকারিকে আটক করে। পাচার কাজে ব্যবহার করা একটি সিএনজি , ১২ কেজি এ্যালুমিনিয়াম সামগ্রী জব্দ করা হয়। আটককৃত ব্যক্তিদের থানায় হস্তান্তর করে মামলা রুজু করা হয়েছে।
এব্যাপারে ২ বিজিবি অধিনায়ক লে: কর্ণেল আবুজার আল জাহিদ সত্যতা নিশ্চিত করে বলেন, পাচারকারীরা যতই কৌশল পরির্বতন করুক না কেন আমাদের বিজিবির সদস্যরা সব কৌশল প্রতিরোধ করে অভিযান অব্যাহত রাখবে।