হাফিজুল ইসলাম চৌধুরী :
গণমুখী বাস্তবমুখী ও উন্নয়নমুখী বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ক্রীড়া জগৎকে ঢেলে সাজাতে চায় ‘শেখ জামাল নাইক্ষ্যংছড়ি ক্লাব’। নাইক্ষ্যংছড়িতে ক্রীড়া জগৎকে ঢেলে সাজাতে চায় শেখ জামাল ইতোমধ্যে এ ক্লাবের উদ্যোগে নাইক্ষ্যংছড়ি ছালেহ আহমদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুরু হয়েছে মাসব্যাপি অনুর্ধ ১৬ ক্রিকেটারদের প্রশিক্ষণ ক্যাম্প।
সাম্প্রতিক সময়ে বান্দরবানের বিদায়ী জেলা প্রশাসক মিজানুর রহমান ক্লাবের ক্রিকেটারদের হাতে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। ‘শেখ জামাল নাইক্ষ্যংছড়ি ক্লাবের’ প্রতিষ্টাতা ও উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মামুন শিমুল বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি এএসএম শাহেদুল ইসলামের পৃষ্টপোষকতায় অনেকটা ঝিঁমিয়ে পড়া ক্রিকেটকে উজ্জীবিত করার লক্ষে কাজ চলছে।
১৫ জন খুঁদে ক্রিকেটারদের নিয়ে যাত্রা শুরু করা ক্যাম্পে এখন সদস্য সংখ্যা রয়েছে প্রায় ৫০জন। দুজন শিক্ষকের মাধ্যমে বর্তমানে প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি আরো বলেন, ক্রিকেটের উন্নয়নে সবাই এগিয়ে আসলে আগামীতে নাইক্ষ্যংছড়ির অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
উল্লেখ্য, নাইক্ষ্যংছড়ি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাবেক সফল কৃতী ফুটবলার জসিম উদ্দিনের মৃত্যুর পর ক্রীড়াঙ্গনকে মূখরিত করে রাখার চেষ্ট করছেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুদ্দিন মামুন শিমুল। সাবেক এ ছাত্রনেতা মাসব্যাপি চলমান অনুর্ধ ১৬ ক্রিকেটারদের প্রশিক্ষণ ক্যাম্পে আর্থিক সহযোগিতা সহ নানা বিষয়ে খোঁজ খবর রাখছেন।