সোয়েব সাঈদ:
বিশাল টেবিলজুড়ে রয়েছে নানান জাতের ও নানান স্বাদের মৌসুমী ফল আর পিঠা। টেবিলের চারপাশে উচ্ছ্বাস চলছে ক্ষুদে শিক্ষার্থীদের। এমন অনেক ফল আনা হয়েছে যা অনেক শিক্ষার্থীও চিনেন না। পিঠার ক্ষেত্রে ছিলো শিক্ষার্থীদের একই অবস্থা। উৎসবে ছাত্রছাত্রীদের কেবল খাওয়ার সাধ মিটেছে তা নয়, পরিচয়ও হয়ে গেছে নানান জাতের, নানান স্বাদের ফল ও পিঠার সাথেও।
বৃহষ্পতিবার ১৯মে ফল ও পিঠা উৎসবের এমন ব্যতিক্রমী অনুষ্ঠান আয়োজন করে রামুর অনন্য শিক্ষা প্রতিষ্ঠান বাঁকখালী উচ্চ বিদ্যালয়। ফল ও পিঠা উৎসবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, কাউয়ারখোপ হাকিম রকিমা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিশোর বড়ুয়া, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য অবসরপ্রাপ্ত শিক্ষক সুনীল কুমার শর্মা, রামু কলেজের শিক্ষক ও বিশিষ্ট কন্ঠশিল্পী মানসী বড়ুয়া, এটিএন নিউজ এর কক্সবাজার প্রতিনিধি এসএম জাফর, রাজারকুল নছরত আছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক সাবেকুন নাহার, রামু প্রেস ক্লাবের অর্থ সম্পাদক সোয়েব সাঈদ, বাঁকখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ নজরুল ইসলাম, অভিভাবক শফিকুল ইসলাম, উৎসবে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিদ্যালয়ের সহকারি শিক্ষক শাখাওয়াত সুলতান, অসীম বড়ুয়া, আশীষ কুমার দাশ, কমল কান্তি দাশ, জেসমিন আকতার, সুরজিত পাল, অধীর কান্তি দাশ ও আসমা তুল এলা।