সোয়েব সাঈদ:
রামু উপজেলার ফতেখাঁরকুল ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরিদুল আলমের সমর্থনে বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ রামু উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৩ মে বিকাল চারটায় রামু চৌমুহনী স্টেশন চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ রামু উপজেলা শাখার সভাপতি সালাহ উদ্দিন।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও কক্সবাজার জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি এডভোকেট নুরুল ইসলাম।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, ফতেখাঁরকুল ইউপি নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ফরিদুল আলম।
বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব রশিদ আহমদ, রামু উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম।
বাংলাদেশ আওয়ামী কৃষকলীগ রামু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে জেলা আওয়ামীলীগ নেতা রফিক আহমদ চৌধুরী, রামু উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সুজন শর্মা, রামু উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ওসমান গনি, যুবলীগ নেতা শফিকুল আলম কাজল, সাংবাদিক আবদুল মালেক সিকদার, ফতেখাঁরকুল শ্রমিকলীগের সভাপতি আল আমিন, মালয়েশিয়া ছাত্রলীগ নেতা আজিম উদ্দিন রুবেল প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন, জননেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার পরীক্ষিত মানুষ ফরিদুল আলমকে আগামী ৪ জুনের নির্বাচনে বিপুলভোটে জয়ী করে ফতেখাঁরকুল ইউনিয়নকে ডিজিটাল ও জনবান্ধব ইউনিয়নে রুপান্তর করতে হবে।
ফরিদুল আলমের নৌকা প্রতীককে বিজয়ী করতে বাংলাদেশ আওয়ামীলীগ কৃষকলীগ রামু উপজেলা শাখার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।