আমাদের রামু ডটকম রিপোর্ট:
যথাযোগ্য ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে দেশ ব্যাপী শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। দেশের অন্যান্য স্থানের মত রামু-কক্সবাজারেও বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। ২৫৬০ বুদ্ধবর্ষ বরণ এবং শুভ বুদ্ধ পূর্ণিমা ২০১৬ খ্রিস্টাব্দ উদযাপন উপলক্ষে রামু-কক্সবাজারের বিভিন্ন বিহারে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
রামু কেন্দ্রীয় সীমা বিহার:
২১ মে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে রামু কেন্দ্রীয় সীমা বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধপূজা দান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, অষ্টশীল গ্রহণ, সংঘদান ও অষ্টপরিষ্কার দান, ধাতু প্রদর্শন এবং আলোচনা সভা।
সকাল ১০ টায় ভদন্ত ধর্মরত্ন মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভিক্ষুদের মধ্যে ধর্ম দেশনা দান করেন ভদন্ত শীলপ্রিয় থের, ভদন্ত জ্ঞানজ্যোতি ভিক্ষু প্রমূখ।
রামু রাংকুট বনাশ্রম বিহার:
রাংকুট বনাশ্রম বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা পালিত হয়েছে। এ উপলক্ষে চুরাশি হাজার ধর্মস্কন্ধ পূজা, গণপ্রব্রজ্যা অনুষ্ঠিত হয়। বিহারাধ্যক্ষ জ্যোতিসেন থের জানান, গণপ্রব্রজ্যা অনুষ্ঠানে অর্ধ শতাধিক জন বৌদ্ধ কুলপুত্র শ্রামণ্যধর্মে দীক্ষিত হয়েছেন। দুর্যোগপূর্ণ বৈরী পরিবেশ বিরাজ করলেও অসংখ্য উপাসক-উপাসিকা পূজায় অংশ গ্রহণ করেছেন।
রামু শ্রীকুল মৈত্রী বিহার:
২০ মে শ্রীকুল মৈত্রী বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। দিন ব্যাপী কর্মসূচির মধ্যে ছিল বুদ্ধের উদ্দেশে পূজা দান, জাতীয় ও ধর্মীয় পতাকা উত্তোলন, সংঘদান, সংসারচক্র মেলা ও আলোচনা সভা। ভদন্ত প্রজ্ঞাবর মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মদেশনা দান করেন ভদন্ত শীলপ্রিয় থের, ভদন্ত শীলমিত্র ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাতিলোক ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞাসত্য ভিক্ষু প্রমূখ।
কক্সবাজার বাহারছড়া বিহার:
কক্সবাজারস্থ বাহারছড়া বৌদ্ধ বিহারে শুভ বুদ্ধ পূর্ণিমা উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুদ্ধপূজা দান, মৈত্রী শোভাযাত্রা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বিকালে অ¹মেধা ক্যাং চত্বর থেকে জগতের সকল প্রাণীর হিত ও সুখ কামনায় এবং ২৫৬০ বুদ্ধবর্ষকে স্বাগত জানিয়ে এক মৈত্রী শোভাযাত্রা বের করা হয়। পরে শোভাযাত্রাটি বাহারছড়া বৌদ্ধ বিহার চত্বরে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক ভিক্ষু-শ্রামণ সহ অনেক বৌদ্ধ নর-নারী অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রা পরবর্তী এক আলোচনা সভা বাহারছড়া বিহার চত্বরে অনুষ্ঠিত হয়। কক্সবাজার উঃ কুশল্ল্যা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত জ্ঞানপ্রিয় থের’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ধর্মদেশনা দান করেন ভদন্ত জ্যোতিসেন থের, ভদন্ত সুগতপ্রিয় ভিক্ষু, ভদন্ত প্রজ্ঞানন্দ ভিক্ষু প্রমূখ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যাপিকা রাধু বড়ুয়া, এডভোকেট সুনীল কান্তি বড়ুয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক বোধিমিত্র বড়ুয়া, নিরঞ্জন বড়ুয়া প্রমূখ। সভায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বুদ্ধ পূর্ণিমা উদযাপন পরিষদের সভাপতি অবঃ সুবেদার মেজর রবীন্দ্রনাথ বড়ুয়া, প্রধান সমন্বয়কারী অরুণ বড়ুয়া এবং সাধারণ সম্পাদক স্বপন কুমার বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রদীপ বড়ুয়া শিবু।
উল্লেখ্য, শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশ, জাতি ও বিশ্বশান্তি কামনায় প্রায় প্রতিটি বিহারে সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।