মুকুল কান্তি দাশ,চকরিয়া:
ব্যাপক উৎসাহ- উদ্দিপনার মধ্যে দিয়ে বিদ্যা দেবী স্বরস্বতী তথা বানী অর্চনা পূঁজা শুরু হয়েছে কক্সবাজারের চকরিয়ায়।
শুক্রবার ১২ ফেব্রুয়ারি পৌর শহরের চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দিরে জমকালো অনুষ্টানের মধ্য দিয়ে গীতাঞ্জলী সেবা সংঘের উদ্যোগে ২ দিন ব্যাপী এই পুঁজা উৎসব শুরু হয়। প্রতি বছর শ্রী পঞ্চমী তিথিতে এই পূজা অনুষ্টিত হয়।
চকরিয়া গীতাঞ্জলী সেবা সংঘের সভাপতি সমাপন দে ও সাধারণ সম্পাদক ইমন দাশ জানান, প্রতি বছরের মতো এবারও আমরা শ্রী শ্রী বানী অর্চনা পূঁজার আয়োজন করেছি। এই উপলক্ষ্যে শুক্রবার বিকাল থেকে সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।
শনিবার সকাল ৮ টায় স্বরস্বতী মায়ের পূঁজা এবং হোমযজ্ঞ শেষে পুষ্পাঞ্জলী প্রদান করা হবে।
রবিবার দুপুরে মায়ের বির্সজনের মধ্য দিয়ে সমাপ্তি ঘটবে মায়ের পুজা।